কলেজিয়াম ব্যবস্থাই সেরা

সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে মোদি সরকারের সঙ্গে শীর্ষ আদালতের মতবিরোধ চরমে উঠেছে।

Must read

প্রতিবেদন : বিচারপতি নিয়োগের জন্য বর্তমানে যে কলেজিয়াম পদ্ধতি রয়েছে তা সেরা প্রথা বলেই দাবি করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত কনক্লেভে কলেজিয়াম প্রথার পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি বলেন, কোনও পদ্ধতিই একদম সঠিক তা বলা যায় না। কিন্তু এটা বলতে পারি, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে কলেজিয়াম প্রথা রয়েছে তা সেরা। আমরা প্রতি মুহূর্তেই এই পদ্ধতির উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছি। অনেক কিছু মাথায় রেখেই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করেন কলেজিয়ামের সদস্যরা।

আরও পড়ুন-স্মরণে-শ্রদ্ধায় সন্দীপ দত্ত

সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে মোদি সরকারের সঙ্গে শীর্ষ আদালতের মতবিরোধ চরমে উঠেছে। বর্তমানে বিচারপতি নিয়োগ ও বদলির গুরুদায়িত্ব পালন করে সুপ্রিম কোর্টের পাঁচ সিনিয়র বিচারপতির কলেজিয়াম। মনপসন্দ ব্যক্তিদের বিচারপতি পদে বসাতে কলেজিয়াম প্রথার অবলুপ্তি ঘটিয়ে জাতীয় বিচার নিয়োগ কমিশন গঠনের মতো সিদ্ধান্তও নিয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। যদিও মোদি সরকারের ওই উদ্যোগ ভেস্তে দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি বিচারব্যবস্থার স্বাধীনতার পক্ষেও সওয়াল করেছেন প্রধান বিচারপতি।

Latest article