মুর্শিদাবাদের শিল্পসম্ভাবনা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুর্শিদাবাদের শিল্পসম্ভাবনা তুলে ধরবেন জেলার প্রতিনিধিরা। সম্মেলনে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেবে রাজ্য সরকার

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুর্শিদাবাদের শিল্পসম্ভাবনা তুলে ধরবেন জেলার প্রতিনিধিরা। সম্মেলনে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেবে রাজ্য সরকার। তাই চূড়ান্ত আশাবাদী মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ২০ এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন হবে। প্রতিটি জেলায় এই সম্মেলন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। সরকারি আধিকারিকদের মতে, দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। বড়, মাঝারি ও ছোট শিল্পক্ষেত্রে

আরও পড়ুন-বাঁকুড়ার বিষ্ণুপুরে দ্বারিকা শিল্পাঞ্চলে একাধিক শিল্পগোষ্ঠী টাটাদের বিনিয়োগ বাংলায়

এই নীতি অনুসরণ করা হবে। ফলে আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় বিনিয়োগ আসতে পারে। একই কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তাঁর কথায়, আমরা এবার দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেব। বড়, মাঝারি ও ছোট ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা হবে। বিদেশিদেরও স্বাগত। ফলে সব মিলিয়ে একটা ইতিবাচক কাজ হবে। বাংলায় মুখ্যমন্ত্রী সাহস করে এগিয়ে এসেছেন। ফলে গোটা রাজ্য ও দেশের শিল্পমহল এই সম্মেলনে ঘিরে উৎসাহী হয়ে রয়েছে। মুর্শিদাবাদ জেলায় কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, এমএসএমই, ফুডপার্ক, সাইকেল তৈরির কারখানা, স্কুলের পোশাক তৈরির জন্য বিদ্যুৎচালিত প্রকল্প, উদ্যানপালন, মৎস্য ও পর্যটনের বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা বলেন, আশা করি মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কিছু ক্ষেত্রে ভাল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

Latest article