পাশে আছি পরিবারকে আশ্বাস অরূপের

তাঁকে ফেরানোর ব্যাপারে রাজ্য সরকার সমস্ত রকমের পদক্ষেপ করছে বলে সমবায়মন্ত্রী অরূপ রায় তাঁর বাবা নন্দলাল দাসকে জানান।

Must read

সংবাদদাতা, হাওড়া : ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে থাকা হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙা এলাকার দেবারতি দাসের বাড়িতে গিয়ে তাঁর বাড়ির লোকেদের সবরকমের সাহায্যের কথা জানয়ে এলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। বৃহস্পতিবার বিকেলে দেবারতির বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তাঁদের বাড়িতে বসেই নবান্নে এই নিয়ে ফোনে কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন-কাটল জট, ৭ মার্চ থেকে বিধানসভা

তাঁকে ফেরানোর ব্যাপারে রাজ্য সরকার সমস্ত রকমের পদক্ষেপ করছে বলে সমবায়মন্ত্রী অরূপ রায় তাঁর বাবা নন্দলাল দাসকে জানান। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউক্রেনে আটকে থাকা রাজ্যের প্রতিটি মানুষকে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন। দেবারতিকে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের তরফে সবরকমের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবসময় দেবারতির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। দেবারতি সুস্থভাবে ফিরে আসুক এটাই সবার কাম্য।’ নবান্নের সঙ্গে দেবারতির পরিবার যোগাযোগ রাখছে

Latest article