মিথ্যা মামলায় ১১ মাস মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) আটকে রেখেছে বিজেপি। সিসোদিয়ার জন্মদিনে আরও একবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জন্মদিনে আবেগপূর্ণ বার্তাও কেজরিওয়াল। জেলবন্দি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জন্মদিনের কেজরিওয়াল শুভেচ্ছায় তাদের একটি পুরানো ছবি পোস্ট করেছেন যেখানে তাঁরা বিক্ষোভের সময় একসঙ্গে হাঁটছে। ছবিতে দেখা যাচ্ছে আম আদমি পার্টির সমস্ত নেতাই অনেক কম বয়সী। কেজরিওয়াল তার এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে লিখেছেন, এই বন্ধুত্ব অনেক পুরনো। আমাদের স্নেহ এবং বিশ্বাস খুব শক্তিশালী। তিনি আরও লিখেছেন, জনসাধারণের জন্য কাজ করার আমাদের এই আবেগও অনেক পুরনো। ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন… এই বিশ্বাস, এই স্নেহ এবং এই বন্ধুত্ব কখনই ভাঙবে না। এই বন্ধুত্ব অনেক পুরনো। কেজরিওয়ালের বক্তব্য, মিথ্যা মামলা করে গত ১১ মাস ধরে মণীশকে জেলে আটকে রেখেছে বিজেপি। কিন্তু মণীশ (Manish Sisodia) তাদের অত্যাচারের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছেন। তাদের স্বৈরাচারের কাছে এখনও পর্যন্ত মাথা নত করেননি, ভবিষ্যতেও মাথা নত করবেন না। স্বৈরাচারের এই যুগে মণীশের সাহস আমাদের সকলকে অনুপ্রাণিত করে। শেষে তিনি লিখেছেন, শুভ জন্মদিন মণীশ।
আরও পড়ুন- রাজ্যসভায় পুনরায় মনোনয়নের অনুমতি পেলেন আপের সঞ্জয় সিং