মাদককাণ্ডে হাতেনাতে ধৃত শাহরুখপুত্র

Must read

মুম্বই : শনিবার রাতে মুম্বইয়ে এক প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। আরিয়ানের সঙ্গেই আটক করা হয়েছিল আরও ৮ জনকে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবির আধিকারিকরা আরিয়ান-সহ অন্যদের আটক করেছিলেন। আটক করার পরেই শুরু হয় জেরা। দীর্ঘ ১৬ ঘণ্টা একটানা জেরার পর শেষ পর্যন্ত আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে।

এনসিবি সূত্রের খবর, একটানা দীর্ঘ জেরার মুখে পড়ে এক সময় ভেঙে পড়েন আরিয়ান। শাহরুখের ছেলে স্বীকার করে নেন শনিবার রাতে তিনি মাদক নিয়েছেন। এজন্য আরিয়ানকে অনুতপ্ত হতেও দেখা যায়। আরিয়ান তদন্তকারীদের জানিয়েছেন, তিনি এই প্রথম মাদক নিয়েছেন। এর আগে তিনি কখনও এ ধরনের কাজ করেননি। আরিয়ানের গ্রেফতার নিয়ে শাহরুখ বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ছেলেকে ফিরে পেতে তিনি বিভিন্ন নামজাদা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর।
আরিয়ানের সঙ্গেই আটক করা হয়েছে আরবাজ মার্চেন্ট, ইশমিত সিংহ, বিক্রম ছোকার, মুনমুন ধর্মেচা এবং গোমিত চোপড়াকে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয়ে উৎসব ত্রিপুরাতেও, হল মিষ্টি মুখ, উড়ল সবুজ আবির

উল্লেখ্য, শনিবার রাতে মুম্বইয়ের কর্ডেলিয়া ইমপ্রেস শিপ নামে এক প্রমোদতরী থেকে আরিয়ান-সহ আরও ৮ জনকে আটক করেছিল এনসিবি। আরিয়ান নিজে মাদক নেওয়ার কথা স্বীকার করার পর তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আরিয়ান স্বেচ্ছায় মাদক নিয়েছিলেন, নাকি বন্ধুদের পাল্লায় পড়ে এই কাজ করেছেন। ওই প্রমোদতরীতে মাদক সেবন কাণ্ডে আর কারা যুক্ত আছে সেটাও খতিয়ে দেখছে এনসিবি।

এনসিবির আঞ্চলিক ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ধৃতদের সকলেরই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। মাদক সেবন বা মাদক রাখার সঙ্গে আরিয়ানের কোনও সম্পর্ক আছে কি না সেটাও তদন্ত করে জানতে চাইছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দিল্লির এক বিখ্যাত ব্যবসায়ীর তিন মেয়ে আছেন।

ফ্যাশন টিভি ইন্ডিয়া ‘ক্রে আর্ক’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠান ফ্যাশন ও বাণিজ্য জগতের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে তিনদিনের একটি মিউজিক্যাল সফরে যাওয়ার কথা ছিল ওই গ্রুপের। নির্দিষ্ট সূচি মেনে শনিবার দুপুর দু’টো নাগাদ মুম্বই বন্দর থেকে কর্ডেলিয়া এমপ্রেস যাত্রা শুরু করে। জাহাজ ছাড়ার আগেই এনসিবি গোপন সূত্রে খবর পেয়েছিল যে, ওই প্রমোদতরীতে মাদকের আসর বসবে।

ওই খবর পাওয়ার পর এনসিবির আধিকারিকরা যাত্রী সেজে ওই প্রমোদতরীতে উঠেছিলেন। জাহাজ মাঝ সমুদ্রে পৌঁছতেই শুরু হয় মাদক সেবন। তখনই এনসিবি কর্তারা নিজ মূর্তি ধারণ করেন। ওই প্রমোদতরী থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে খবর।
শাহরুখের ছেলেকে গ্রেফতার নিয়ে এনসিবি জানিয়েছে, কে কার ছেলে সেটা বড় কথা নয়। অপরাধ করলে কেউ পার পাবে না।

Latest article