সংবাদদাতা, আসানসোল : উপনির্বাচনের আগেই তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। তাই প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়কে আগাম শুভেচ্ছা জানালেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। শুক্রবার জন্মাষ্টমীর সন্ধ্যায় দিল্লি থেকে এসেছেন এই অভিনেতা-সাংসদ। বিধানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শত্রুঘ্ন বলেন, ‘‘আসানসোলের মানুষকে আরও একবার ধন্যবাদ-নমস্কার জানাতে এলাম। বিধান উপাধ্যায়কে আপনারা আগেই নগর নিগমের মেয়র হিসেবে মনোনীত করেছেন, এবার তাঁকে রেকর্ড ভোটে জয়ী করে মেয়র নির্বাচিত করুন।’’
আরও পড়ুন-আক্রান্ত কলম
সাংসদ বলেন, ‘‘গত সাত-আট মাস আসানসোলের মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে মেলামেশার সুযোগ পেয়ে আমি ধন্য। এই শহরের প্রত্যেক মানুষই অত্যন্ত উচ্চ মনের। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা দিদির সঙ্গেও এই শহরের মানুষের একটা আত্মিক যোগ রয়েছে। লোকসভার উপনির্বাচনের প্রচারে এসেই সেই আত্মিক সম্পর্কটা আমি টের পেয়েছিলাম। তখনই উপলব্ধি হয়েছিল, সুদীর্ঘ বাম আমলে এখানকার মানুষের জন্য কোনও উন্নয়নের কাজই হয়নি। তাই রাজ্যে পরিবর্তন হওয়ার পর মানুষ দু’হাত ভরে তৃণমূলকে সমর্থন জানিয়েছেন।”
আরও পড়ুন-প্রকাশিত হল ‘কাছের মানুষ সুব্রত’
শত্রুঘ্নের বক্তব্য, আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিরোধী তিন প্রার্থীরই জামানত জব্দ হয়ে যাবে। কারণ, এই শহরে পা রেখেই মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস-আবেগ টের পেয়েছেন। এই আবেগ রবিবার ইভিএম-এ পুরোটাই প্রতিফলিত হবে বলেই আগে থেকে জয়ের শুভেচ্ছা জানিয়ে গেলেন ছোটভাই বিধান উপাধ্যায়কে। জন্মাষ্টমীর সন্ধ্যায় অভিনেতা-সাংসদকে নাগালে পেয়ে আবেগের জোয়ারে ভাসলেন মানুষ। কেউ বাড়িয়ে দিলেন অটোগ্রাফের খাতা, কেউ তুললেন সেলফি। সবার আবদার হাসিমুখে মেটালেন বর্ষীয়ান নায়ক।