জেতা আসন তৃণমূলেরই

উপনির্বাচনের দৌড়ে বহু পিছনে পড়ে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল ও সিপিএম প্রার্থী ধৃতিমান পাল, এমনটাই দাবি বনগাঁ পুরবাসীর।

Must read

সংবাদদাতা, বনগাঁ : আজ বনগাঁ পুরসভায় উপনির্বাচন। এই নির্বাচনে বিরোধীদের থেকে অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। কারণ এটি তৃণমূল কংগ্রেসেরই জেতা আসন। উপনির্বাচনের দৌড়ে বহু পিছনে পড়ে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল ও সিপিএম প্রার্থী ধৃতিমান পাল, এমনটাই দাবি বনগাঁ পুরবাসীর। পুর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল।

আরও পড়ুন-আসানসোল ও বনগাঁয় আজ দুই কেন্দ্রে উপনির্বাচন, আগাম অভিনন্দন সাংসদের

কিন্তু পুরপিতার মৃত্যুর কারণেই এই উপনির্বাচন। যেহেতু ওয়ার্ডটি তৃণমূলের দখলে ছিল এবং বর্তমানে বনগাঁ পুরসভা তৃণমূলের দখলে, সেই কারণেই তৃণমূল প্রার্থীই এবারও জয় পাবেন এমনটাই মনে করছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। রাজনৈতিক মহলেরও দাবি, বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বড় ব্যবধানে জয় পাবেন। উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

Latest article