অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত, পাশে তৃণমূল নেতা

সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিতে হয় ওই পরিবারকে। ওঁদের সঙ্গে দেখা করেন স্থানীয় জন-প্রতিনিধিরা।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা। দিলেন আর্থিক সাহায্য। সব দিক দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন। নেতাকে পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অগ্নিকাণ্ডে সর্বহারা পরিবার। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে বৃহস্পতিবার মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। আগুনে পুড়ে যায় গুলেনুর বেওয়া ও তাঁর দুই ছেলে ইমদাদুল হক ও বাবর আলির বসতবাড়ি। জমি বিক্রি করে বাড়িতে রাখা ছয় লক্ষ টাকা, সোনাদানা, বাসনপত্র সবকিছু পুড়ে যায়। পুড়ে যায় দুটি দোকান, একটি বাসন ও একটি কাপড়ের।

আরও পড়ুন-জেতা আসন তৃণমূলেরই

সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিতে হয় ওই পরিবারকে। ওঁদের সঙ্গে দেখা করেন স্থানীয় জন-প্রতিনিধিরা। শনিবারই ওই পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খাঁ। সঙ্গে ছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য আজিজুর রহমান এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য উজির আলি। বুলবুল ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন। কম্বল এবং বেশ কিছু জিনিসপত্রও দেওয়া হয়। ওই পরিবারের পক্ষ থেকে ঘরের আবেদন করা হয়েছে। সে ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন-আসানসোল ও বনগাঁয় আজ দুই কেন্দ্রে উপনির্বাচন, আগাম অভিনন্দন সাংসদের

ক্ষতিগ্রস্ত গুলেনুর বেওয়া বলেন, ‘‘আজ বুলবুল মাস্টারমশাই এসে আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন। আগুনে আমাদের সব শেষ হয়ে গিয়েছে। আমরা ঘরের জন্য আবেদন করেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।’’

Latest article