ফের চড়া সুরে হুমকি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul)। মঙ্গলবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুর চড়িয়ে বিজেপি প্রার্থী বলেন “চুপ করে বসে থাকব না। মারের বদলা পালটা মার হবে।” এরপর বুথের ভেতরে থাকা পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। রীতিমত চড়া সুরে পুলিশকেও হুমকি দেন, ‘একদম চুপ করে থাকবেন’। পুলিশ জানান, শুধুমাত্র বিজেপি এজেন্টকে ট্যাগ লাগিয়ে বুথে বসতে বলেছিলাম। আর তাতেই পুলিশকে হুমকি দেন আসানসোলের বিজেপি প্রার্থী। এমনকি কমিশনে নালিশও জানান তিনি।
আরও পড়ুন – নিজেই গাড়ি চালিয়ে খুশির মেজাজে বাবুল ঘুরছেন বুথে বুথে, গাইছেন গানও
আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহাড়ায় চলছে রাজ্যের বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচন। কিন্তু সকাল থেকেই একদিকে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) চড়া সুর। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাঁদের অভিযোগ বুথের ভেতরে রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছেন। এর আগে রাজ্যের পুরভোটে ও কর্পোরেশনের ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেখানে বিজেপির অভিযোগ ছিল রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেই একই সুর বিজেপির মুখে। বিজেপি প্রার্থীদের এরকম আচরণ নিয়ে রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন অভিযোগ ? তাহলে কী এবারও হারের ভয় পাচ্ছে বিজেপি ? তাই কী সকাল থেকেই নালিশ কমিশনে ? হুঁশিয়ারি পুলিশকে ?