নিজেই গাড়ি চালিয়ে খুশির মেজাজে বাবুল ঘুরছেন বুথে বুথে, গাইছেন গানও

Must read

সকাল থেকেই শুরু হয়েছে হাইভোল্টেজ দুই কেন্দ্র বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন। তবে উপনির্বাচনের প্রার্থী হিসাবে টেনশন নিচ্ছেন না বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ঠাণ্ডা মাথায় সকাল থেকে নিজের কেন্দ্র বালিগঞ্জের বিভিন্ন বুথে বুথে ঘুরছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী। নিজেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এক বুথ থেকে অন্য বুথে। এদিন সবচেয়ে প্রথমে তিনি লেডি ব্রেবোর্ন কলেজের বুথে যান। সেখানে বাবুল (Babul Supriyo) বলেন, “সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর পথই হল তৃণমূলকে একটা ভাল ব্যবধানে জেতানো।” নিজেকে “ওয়াফাদার” দাবি করে বাবুল ফের বলেন, “যখন যে দলে থাকি, সেই দলটি মন দিয়ে করি। আমি বিজেপি করবো না ঠিক করে ফেলেছিলাম। ওরা বাংলার ও বাংলার মানুষকে গুরুত্ব দেয় না।” এদিন খোশমেজাজে বাবুলকে মান্না দে’র গান গাইতেও দেখা যায়।

এদিন লেডি ব্রেবোর্ণ কলেজের বুথে সকালে দেখা হল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এবং কংগ্রেস প্রার্থী কামরুজ্জামানের। দিনের শুরুতে দেখা গেল সৌজন্য বিনিময়ের ছবি। দেখা হতেই একে অপরের দিকে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানালেন দুই প্রার্থী। প্রায় ৬০ শতাংশ ভোটদানের হার থাকবে বলে মনে করছেন বাবুল সুপ্রিয়।

Latest article