আসানসোলে মোম জাদুঘরে এবার তৈরি হল দেবের মূর্তি

আসানসোলে মহিশীলা কলোনিতে এক মোম ভাস্কর্যের জাদুঘর গড়ে তুলেছেন শিল্পী সুশান্ত রায়।

Must read

সংবাদদাতা, আসানসোল : মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামের আদলে আসানসোলে মহিশীলা কলোনিতে এক মোম ভাস্কর্যের জাদুঘর গড়ে তুলেছেন শিল্পী সুশান্ত রায়। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব আসানসোল শিল্পাঞ্চলে ইসিএলের খাদান এলাকাগুলো পরিদর্শন করতে গিয়ে হাজির হন সেই মিউজিয়ামে। সেখানে তাঁকে নিয়েও তৈরি হয়েছে মোমমূর্তি। দেব সেটির উদ্বোধনও করেন। নিজের মোমের মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান দেব।

আরও পড়ুন-মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি দিল শুভ

পাশাপাশি মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তিও দেখেন তিনি। শিল্পী সুশান্ত রায় বলেন, এই মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তাঁর অনুমতি এবং দেবের উচ্চতা মেপে এসেছিলেন। এটি তৈরি করতে দেড় মাস সময় লেগেছে। এদিন দেবকে দেখতে কলোনি এলাকায় বহু মানুষের সমাগম হয়েছিল। দেব জানান, তিনি সেখানে সিনেমার শুটিং করবেন, তার আগে জায়গাগুলো পরিদর্শন করলেন। মিউজিয়ামে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমমূর্তির সঙ্গে রয়েছেন অভিনেতা-সাংসদ দেব।

Latest article