ব্রিসবেন, ৭ ডিসেম্বর : গাব্বায় প্রথম টেস্ট শুরু হওয়ার আগের দিন বারোজনের দল ঘোষণা করল ইংল্যান্ড। আর এই দলে জিমি অ্যান্ডারসন নেই। ৩৯ বছর বয়সি ভেটারেন স্পিডস্টার কেন দলে নেই, তার কোনও ব্যাখ্যা দেয়নি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে অ্যান্ডারসন সর্দি-কাশিতে ভুগছিলেন। মনে করা হচ্ছে দলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরামর্শমতো তাঁকে বিশ্রাম দেওয়া হল। অ্যাডিলেডে পরের টেস্ট গোলাপি বলে খেলা হবে। সেখানে অ্যান্ডারসনকে দরকার হবে বলে মনে করেন অনেকে। অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়া মানে ক্রিস ওকস প্রথম এগারোয় থাকবেন ধরে নেওয়া হচ্ছে। জনি বেয়ারস্টো বারোজনের দলে নেই। এর অর্থ, ওলি পোপের জায়গা মোটামুটি নিশ্চিত। যেমন প্রথম এগারোয় ফেরা নিশ্চিত অলরাউন্ডার বেন স্টোকসেরও। চার মাস তিনি মানসিক অবসাদে ক্রিকেটের বাইরে ছিলেন। এজন্য টি-২০ বিশ্বকাপেও খেলেননি স্টোকস। শুরুতে হাসিব আমেদকে দেখা যেতে পারে। সঙ্গে হয়তো রোরি বার্নস।
আরও পড়ুন : মালদহে আজ দরাজ মুখ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দশটি টেস্টে ভয়াবহ রেকর্ড ইংল্যান্ডের। দশটি টেস্টের মধ্যে তারা হেরেছে ন’টিতে। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার নবনিযুক্ত অধিনায়ক প্যাট কামিন্স অ্যাসেজের আগে দলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, অ্যান্ডারসনের ব্রিসবেনে না খেলা তাঁকে অবাক করেছে। তবে এতে অস্ট্রেলিয়ার গেমপ্ল্যানে কোনও পরিবর্তন হবে না। এছাড়া জো রুটের উইকেট তাঁদের জন্য সবথেকে দামি হতে যাচ্ছে বলেও জানিয়েছেন কামিন্স। তাঁর মতে, স্মিথ, ওয়ার্নার, হ্যাজলউড ও নাথান লিয়নকে নিয়ে গঠিত অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডকে যথেষ্ট বেগ দিতে পারে। ১৯৮৬-র পর ইংল্যান্ড কখনও ব্রিসবেনে টেস্ট জেতেনি। মাত্র চারবারই তারা এখানে জিততে পেরেছে। ব্রিসবেন টেস্টে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরমধ্যে রুট আবার বলে দিয়েছেন, প্রথম টেস্ট ড্র হলেও তাঁরা খুশি হবেন।