বিডিও–আইসিদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, বন্ধ করুন বিএসএফের ‘অনধিকার অনুপ্রবেশ’

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : বিধানসভা নির্বাচনের সময় ​শীতলকুচির ঘটনা এবং নাগাল্যান্ডে সাম্প্রতিক ঘটনার উদাহরণ তুলে বিএসএফ প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ রায়গঞ্জে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বিডিও–আইসিদের নির্দেশ দিলেন, বিএসএফ অনধিকার প্রবেশ করে যাতে কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে তার দিকে লক্ষ রাখুন৷ পুলিশ যেন নিজের এলাকায় তাদের প্রবেশ করতে না দেয়৷ এ প্রসঙ্গে শীতলকুচি এবং নাগাল্যান্ডের ঘটনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ বলেন, সাধারণ মানুষকে হেনস্তা করছে এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে৷ অনেক ক্ষেত্রেই স্থানীয় মানুষের উপর অত্যাচার চালায় বিএসএফ৷ প্রয়োজনে থানার আধিকারিকরা মানুষের সঙ্গে কথা বলে বিষয়গুলি নিয়ে তদন্ত করবেন৷

এদিনের প্রশাসনিক বৈঠকে একের পর এক বিষয় নিয়ে আলোচনা হয় এবং ঘোষণা করেন৷ দক্ষিণ দিনাজপুরে মোট ২৪২ কোটি টাকার ৬৫টি স্কিমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ যার মধ্যে এদিন তিনি ১৩৮ কোটি টাকার ৪২টি প্রকল্প, ১০৪ কোটি টাকার ২৩টি স্কিমের যথাক্রমে উদ্বোধন ও শিলান্যাস করেন৷ আধিকারিকদের নির্দেশ দেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনও কাজ যেন পড়ে না থাকে৷
আধিকারিকরা জানান, এই মুহূর্তে ১ কোটি ৬৪ লক্ষ আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে৷ যার মধ্যে দুই দিনাজপুরে ৬ লক্ষ ২১ হাজার আবেদন রয়েছে৷ যে সমস্ত আবেদন পড়ে রয়েছে সেই আবেদন দ্রুত ‘ক্লিয়ার’ করার নির্দেশ দেন৷ হিলি স্থলবন্দরের খোঁজ নেন মুখ্যমন্ত্রী৷ তিনি জিজ্ঞাসা করেন, মিডলম্যানরা টাকা খেয়ে নিচ্ছে না তো? চেকিং চলছে তো? রাজ্যের মন্ত্রী শংকর চক্রবর্তীকে মাঝে মাঝে বন্দর পরিদর্শনের নির্দেশ দেন৷

আরও পড়ুন : গাব্বায় শুরু অ্যাসেজ যুদ্ধ 

রায়গঞ্জের স্পিনিং মিলকে টেক্সটাইল পার্কে পরিণত করবে রাজ্য সরকার৷ এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, স্পিনিং মিল খুলে গেলে কর্মসংস্থানের পাশাপাশি শিল্প বৃদ্ধি পাবে৷ স্পিনিং মিলকে ফের জীবন দিতে ৩৩ একর জায়গার উপর তৈরি হবে টেক্সটাইল পার্ক৷ এর জন্য সরকার ঋণ দেবে৷ আর পাওয়ারলুমের কাপড় কিনে নেবে রাজ্য৷ মূলত, স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম দেয় রাজ্য সরকার৷ সেই চাহিদা মেটাবে এই টেক্সটাইল পার্ক৷ মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি এলাকার ব্যবসায়ীমহল৷ জলস্তর বাড়াতে আত্রেয়ী নদীর উপর বাঁধ নির্মাণ প্রকল্পের অগ্রগতির জন্য জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে দুই বছরের কাজ এক বছরে করার প্রেরণা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী দিলেন তাড়াতাড়ি কাজ করার নির্দেশ। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বয়ে আসা বালুরঘাটের লাইফলাইন হিসাবে পরিচিত আত্রেয়ী নদীর উপর বাংলাদেশ সরকার সেদেশে অবৈধভাবে রাবার ড্যাম তৈরি করার পর থেকে আত্রেয়ীর জলস্তর ক্রমশ নামতে থাকে। জলের অভাবে সমস্যায় পড়েন আত্রেয়ীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা ভারতের মৎস্যজীবীরা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এই নদীর তীরবর্তী এলাকার কৃষকরা। মুখ্যমন্ত্রী এদিন দুই দিনাজপুরের প্রতিনিধিদের জানান, দ্রুত পুরভোট হবে৷ পুর কমিশনাররা দ্রুত কাজ শেষ করুন৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ভোট হবে৷

আজ, বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষ করে সড়কপথে যাবেন মুর্শিদাবাদ। বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে যাবেন নদিয়ার জেলা সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

Latest article