প্রতিবেদন : আসন্ন টেস্ট সিরিজে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতীয় স্পিনাররা। স্বীকার করছেন রস টেলর। টি-২০ সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। ২৫-২৯ নভেম্বর কানপুরে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের আসর বসবে মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)।
আরও পড়ুন-রাজস্থানে শপথ, খুশি শচীন
রবিবার আসন্ন সিরিজ নিয়ে মুখ খুলেছেন কিউয়ি টেস্ট দলের অভিজ্ঞ সদস্য টেলর। তিনি বলেন, ‘‘ভারতের মাটিতে ভারতীয়দের বিরুদ্ধে খেলা সব সময়ই বড় চ্যালেঞ্জ। ঠিক যেমন অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারানো। এই মুহূর্তে এই দুটো দলই সম্ভবত টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।’’ টেলর এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘তাই আপনি টেস্টের এক নম্বর দল হলেও, ভারতের মাটিতে আপনাকে আন্ডারডগ হিসেবেই শুরু করতে হবে।’’
আরও পড়ুন-এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের
আসন্ন টেস্ট সিরিজে দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল যে কিউয়ি ব্যাটসম্যানদের ঝামেলায় ফেলবেন, তা মেনে নিচ্ছেন টেলর। তাঁর মন্তব্য, ‘‘নিজেদের ঘরের মাঠে ভারতীয় স্পিনাররা সব সময়ই ভয়ঙ্কর। তবে ওদের কীভাবে সামলাব, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি নই। সত্যি কথা বলতে কী, আমাদের বিরুদ্ধে ভারত দু’জন না তিনজন স্পিনার খেলাবে, তা আমার জানা নেই। তবে গত ইংল্যান্ড সিরিজে অক্ষর দারুণ বোলিং করেছিল। অশ্বিন তো বিশ্বের সেরা স্পিনারদের অন্যতম। কোনও সন্দেহ নেই, এই টেস্ট সিরিজেও ওরা দু’জন বল হাতে বড় ভূমিকা পালন করতে চলেছে। তবে আমরাও ওদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি।’’