মুম্বই, ১৫ জুন : যাবতীয় জল্পনার অবসান। এশিয়া কাপ (Assia Cup) হবে পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Sri lanka) মাটিতে। বৃহস্পতিবার জানিয়ে দিল এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৩১ অগাস্ট শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ১৭ সেপ্টেম্বর। এর ফলে পাক ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সিলমোহর দিল এসিসি। তবে টুর্নামেন্টের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
তারা আরও জানিয়েছে, এশিয়া কাপের (Assia Cup) মোট ১৩টি ম্যাচের মধ্যে পাকিস্তানে হবে চারটি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছ’টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে বাছাই পর্ব খেলে উঠে আসা নেপাল। অন্য গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। দু’টি গ্রুপের শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে হবে সুপার ফোর। সেখানে প্রত্যেককে একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্টের বিচারে প্রথম দু’টি দল মুখোমুখি হবে ফাইনালে। যেহেতু এটা একদিনের বিশ্বকাপের বছর, তাই এবারের এশিয়া কাপের প্রতিটি ম্যাচ হবে পঞ্চাশ ওভারের।
প্রসঙ্গত, এশিয়া কাপের আয়োজন নিয়ে কম জলঘোলা হয়নি। বিসিসিআই সচিব জয় শাহ অনেক আগেই জানিয়ে দেন, পাকিস্তানে গিয়ে ভারতীয় ক্রিকেট দল খেলবে না। তাই টুর্নামেন্ট নিরপেক্ষ
কোনও ভেনু্তে সরিয়ে নেওয়া হোক। এর পাল্টা হিসেবে পাক বোর্ড প্রস্তাব দিয়েছিল, ভারতের ম্যাচগুলো অন্য কোনও দেশে করার। শেষ পর্যন্ত জট কাটল।
গোটা ঘটনায় দারুণ খুশি পিসিবি চেরাম্যান নাজম শেঠি। তিনি এদিন বলেন, ‘‘আমাদের হাইব্রিড মডেলকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এই ঘোষণার ফলে পাকিস্তান যেমন এশিয়া কাপের আয়োজক রইল, তেমনই ভারতীয় দলেরও খেলতে কোনও সমস্যা হচ্ছে না। পাক ক্রিকেটপ্রেমীরা ভারতীয়দের খেলা মাঠে বসে দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে আমরাও বিসিসিআইয়ের সমস্যা বুঝতে পারছি।’’
আরও পড়ুন-পুরীগামী আরও ট্রেন বাতিল হল
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…