পুরীগামী আরও ট্রেন বাতিল হল

Must read

সংবাদদাতা, হাওড়া : ফের ট্রেন (Train- Puri) বাতিল। আজ শুক্রবার ও কাল শনিবারও। ওড়িশার বাহানগা বাজার স্টেশনে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ এখনও শেষ হল না। প্রতিদিনই পরের দিনের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফে জানানো হচ্ছে। সেরকমই বৃহস্পতিবার সন্ধ্যায় রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল খড়্গপুর-ভদ্রক শাখার বাহানগা বাজারে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবারও ২৮টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। শনিবারও ২৪টি দূরপাল্লার ট্রেন (Train- Puri) বাতিল করা হয়েছে আপ ও ডাউন শাখাতে। এরমধ্যে আপ ও ডাউনে শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, আপ ও ডাউনে শালিমার-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে। কবে বাহানগা বাজারে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেকথা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন যাত্রীরাও। কারণ সামনেই রথযাত্রা। দূরদূরান্তের বহু তীর্থযাত্রী এই সময় পুরীতে আসেন অনেক আগেই। এর মধ্যেই পরপর ট্রেন বাতিলে সংকট তৈরি হয়েছে।

আরও পড়ুন- সর্বনাশের কিনারায় দেশ, দায়ী মোদি সরকার

Latest article