এশিয়া যুব অ্যাথলেটিক্সে সোনা জিতে রেকর্ড হেনার

পঞ্চম যুব এশিয়ান অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতে ইতিহাস গড়ল নদিয়ার রেজওয়ানা মল্লিক হেনা।

Must read

প্রতিবেদন : পঞ্চম যুব এশিয়ান অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতে ইতিহাস গড়ল নদিয়ার রেজওয়ানা মল্লিক হেনা। ভারতের গর্ব ১৬ বছরের এই কিশোরী ভেঙে দিয়েছে ৮ বছরের পুরনো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের রেকর্ড। শুক্রবার তাসখন্দে এই নজির গড়ে ৪০০ মিটার দৌড়তে সে সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। নাসেরের রেকর্ড ছিল ৫৩.০২ সেকেন্ড।

আরও পড়ুন-চারদিনের চামুণ্ডা পুজোয় মাতোয়ারা মন্তেশ্বর

এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ এবং দ্রুততম ভারতীয় হেনা ভারতীয়দের মধ্যে ভেঙেছে এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির। এককভাবে ৪০০ মিটারে সোনার পাশাপাশি ২০০ মিটারে রূপো এবং মিক্সড রিলে রেসে সোনা জিতেছে স্কুলের এক পার্শ্বশিক্ষকের কন্যা হেনা।

Latest article