উচ্ছেদের নামে অসম পুলিশের গুলিতে মৃত ২, জখম বহু

Must read

বৃহস্পতিবার সকালে অসম পুলিশের চরম নির্মমতার সাক্ষী থাকল গোটা দেশ। বাংলাদেশি সন্দেহে দরং জেলার ঢলপুরের গরুখুঁটি এলাকায় উচ্ছেদ অভিযান চালায় অসম পুলিশ। জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়েই বাধে বিপত্তি। দখলকারীরা পুলিশকে বাধা দিলে পুলিশ প্রথমে এলোপাথাড়ি লাঠি চালায়। কিন্তু তাতেও পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ গুলি চালাতে শুরু করে। এতে কমপক্ষে ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ। পাশাপাশি বিক্ষোভকারীদের লাঠি ও ইটের ঘায়ে ৮ পুলিশ কর্মী জখম হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দরং জেলার যে জায়গায় এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়, সেই জায়গাটি খাস এলাকা বলে পরিচিত। ওই এলাকাটি মূলত পশুচারণের জন্যই বরাদ্দ ছিল। কিন্তু সেখানেই বেশকিছু বাঙালি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ওই বাঙালি পরিবারগুলিকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: ১৪৪ ধারা চালু থাকলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভা হল কীভাবে? কড়া আক্রমণে তৃণমূল

বৃহস্পতিবার সকালেই পুলিশ ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। পুলিশ উচ্ছেদ শুরু করলে প্রবল বাধা দিতে শুরু করে ওই এলাকায় বসবাসকারীরা। পুলিশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করতেই জবরদখলকারীরা প্রবলভাবে পুলিশকে বাধা দিতে শুরু করে। দখলকারীরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে লাঠি চালায়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে এরপর গুলি চালাতে শুরু করে। পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের ঘায়ে ৮ পুলিশ কর্মী জখম হয়েছেন। তবে এদিন ঘটনাস্থলে পুলিশের নির্মমতা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, গুলি করে মারার পর মাটিতে পড়ে থাকা বিক্ষোভকারীদের উপরেও ব্যাপক লাঠি চালাচ্ছে পুলিশ। এমনকী, মাটিতে পড়ে থাকা ব্যক্তির উপর আঘাত করতে দেখা গিয়েছে। এদিনের ঘটনায় অসম পুলিশের ভূমিকার কড়া নিন্দা করেছে গোটা দেশ। কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, যে সমস্ত পুলিশ অফিসার এ দিনের ঘটনায় জড়িত তাদের বরখাস্ত করতে হবে। বিরোধীদের আরও অভিযোগ, বিজেপির পুলিশ যে কত নির্মম সেটা আজ দেখল গোটা দেশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে এই ঘটনার দায় নিতে হবে।
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিরোধীরা কড়া সমালোচনা করলেও অসম সরকার পুলিশের গুলিচালনার নিন্দা করেনি।

Latest article