১৪৪ ধারা চালু থাকলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভা হল কীভাবে? কড়া আক্রমণে তৃণমূল

Must read

আগরতলা : ভয় পেয়ে, গা জোয়ারি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বানচাল করতেই যে নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় ১৪৪ ধারা লাগু করার কথা বলছে বিজেপি সরকার তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে সুবল ভৌমিক-সহ তৃণমূল নেতারা প্রশ্ন তোলেন, সত্যিই যদি রাজ্যে ১৪৪ ধারা চালু থাকে তাহলে কাঁকড়াবনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা ও জমায়েত কর্মসূচি হল কীভাবে? আইন কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আটকাতেই? মুখ্যমন্ত্রী নিজেই ১৪৪ ধারা লঙ্ঘন করে আদালত অবমাননা করেছেন। কারণ তার আগে আদালতে পেশ করা হলফনামায় কোভিড বিধির প্রসঙ্গ তুলে সরকার জমায়েত বন্ধ করার নির্দেশিকার যুক্তি দেখায়। আসলে তা যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচি রুখতেই, তা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, ১৪৪ ধারা বলবৎ থাকলে ত্রিপুরায় দুর্গাপুজো হবে কীভাবে? আমরা অবিলম্বে সরকারকে এর স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানাচ্ছি। সুবল ভৌমিক বলেন, এতদিন পর্যন্ত আইন মেনে আমরা সমস্ত পদক্ষেপ করেছি। অথচ তারপর দেখছি আইনের চরম অপব্যবহার করছে বিপ্লব দেব সরকার। এমন চলতে থাকলে এবার আমরাও আইন অমান্যের পথে হাঁটব। দেখি কে তখন ঠেকায়?

আরও পড়ুন: ভবানীপুর থেকেই শুরু ভারতবর্ষ: সর্ব-ধর্মের জয়গান, কৃষক সমাজকেও বার্তা মুখ্যমন্ত্রীর

Latest article