নবনীতা মণ্ডল : বন্যা (flood) বিপর্যস্ত অসম। লাখ লাখ মানুষ বেঘর হয়েছে। গত প্রায় পনেরো দিন ধরে অধিকাংশ অসমবাসী জলবন্দি। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিপন্ন মানুষের পাশে না থেকে কখনও ব্যস্ত ত্রিপুরায় রাজনৈতিক প্রচারে, কখনও ব্যস্ত ঘোড়া কেনাবেচায়। মহারাষ্ট্রে অপারেশন লোটাস করে বিরোধী জোট সরকারকে ফেলতে নেমেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর নির্বাচিত সরকারকে ফেলার এই অনৈতিক কাজে সক্রিয়ভাবে যোগ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও পড়ুন-উপদেষ্টা আরতি
আর এই নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে অসম তৃণমূল। অসম তৃণমূল সভাপতি রিপুন বোরার মন্তব্য, অতীতে রোম সম্রাট নিরো যেমন জ্বলন্ত রাষ্ট্রে বসে বেহালা বাজাচ্ছিলেন তেমনই নিজের রাজ্যকে অবহেলা করে অন্য রাজ্য সরকার ফেলতে ঘোড়া কেনাবেচায় ব্যস্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রিপুনের কটাক্ষ, দুটি কাজেই যোগ্যতা আছে এই বিজেপি মুখ্যমন্ত্রীর। এক, দল ভাঙানো আর দ্বিতীয়টা হল এনকাউন্টার। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টে দেওয়া পরিসংখ্যানে অসম সরকার নিজেই জানিয়েছে, গত এক বছরে পুলিশের গুলিতে অসমে মৃত্যু হয়েছে ৫৩ জনের। তৃণমূল নেতার দাবি, আসল সংখ্যাটা তার থেকে আরও অনেক বেশি। বন্যায় বিপর্যস্ত অসমবাসীর উদ্বেগ, দুশ্চিন্তাকে অবহেলা করে অসমের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রধান প্রশাসক এখন তাঁর রাজনৈতিক অভিসন্ধি পূরণে ব্যস্ত বলে তোপ দেগেছেন তৃণমূল নেতা।