উপদেষ্টা আরতি

বিজ্ঞান উপদেষ্টা হিসেবে আরতির নাম ঘোষণা করতে গিয়ে বাইডেন বলেন, প্রভাকর অত্যন্ত মেধাবী ও সম্মানিত একজন পদার্থবিদ।

Must read

আমেরিকার জো বাইডেন প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন ভারতীয় বংশোদ্ভূত আরতি প্রভাকর। হোয়াইট হাউসের পরবর্তী প্রধান বিজ্ঞান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিজ্ঞান উপদেষ্টা হিসেবে আরতির নাম ঘোষণা করতে গিয়ে বাইডেন বলেন, প্রভাকর অত্যন্ত মেধাবী ও সম্মানিত একজন পদার্থবিদ।

আরও পড়ুন-অগ্নিপথে আত্মঘাতী

সিনেট যদি তাঁর নাম অনুমোদন করে তাহলে আরতিই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি হোয়াইট হাউসের প্রধান বিজ্ঞান উপদেষ্টার পদে বসবেন। আরতি ওই পদে যোগ দিলে তিনি হবেন দেশের প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত প্রধান পরামর্শদাতা। দিল্লিতে জন্ম হলেও মাত্র তিন বছর বয়সেই আরতির মা-বাবা-সহ পরিবারের সকলেই আমেরিকায় চলে গিয়েছিলেন।

Latest article