অগ্নিপথে আত্মঘাতী

মঙ্গলবার অঙ্কিত আত্মহত্যা করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়ি থেকে কিছুটা দূরে শহরে ভাড়া থাকতেন অঙ্কিত।

Must read

নরেন্দ্র মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বলি হলেন আরও এক তরুণ। অগ্নিপথ প্রকল্পে হতাশ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন রাজস্থানের ঝুনঝুনার ১৯ বছরের যুবক অঙ্কিত। মৃত যুবকের কাকা লেখরাজ জানিয়েছেন, সেনাবাহিনী-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অঙ্কিত। কিন্তু অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরই অবসাদে ভেঙে পড়েছিলেন তিনি।

আরও পড়ুন-ত্রিপুরায় উপনির্বাচনে সাতসকালে খোদ মুখ্যমন্ত্রীর বুথে আক্রান্ত ভোটার ও সাংবাদিক

মঙ্গলবার অঙ্কিত আত্মহত্যা করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়ি থেকে কিছুটা দূরে শহরে ভাড়া থাকতেন অঙ্কিত। মঙ্গলবার সেই বাড়িতেই অঙ্কিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে এদিন মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, অগ্নিপথ সেনাবাহিনীকে দুর্বল করবে। মোদি সরকারকে এই প্রকল্প প্রত্যাহার করতেই হবে।

Latest article