বাংলার জঙ্গলে ঢুকছে অসমের শিকারিরা, বেআইনি অনুপ্রবেশ, আটক ১৭

শিকারিদের বিরুদ্ধে পুলিশ নিয়ে যৌথ অভিযানে নামে বন দফতর। সোমবার সন্ধ্যায় সেই অভিযানে বড়সড় সাফল্য মেলে বন দফতরের।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : অভিযোগ ছিল, মাঝে মধ্যেই অসম সীমানাবর্তী সংকোশ নদী পেরিয়ে লুকিয়ে চুরিয়ে অসমের বেশ কিছু শিকারি ইঁদুর, ছুঁচো ধরার আড়ালে পাখি, খরগোশ, গোসাপ, বেজি-সহ অন্যান্য জীবজন্তু বাংলার জঙ্গল থেকে শিকার করে নিয়ে যেত। তাদের কাছে বিষাক্ত তির-ধনুক সহ অন্যান্য অস্ত্র থাকায় স্থানীয়রা প্রতিবাদ করলেও, তেমন জোরালো প্রতিরোধ গড়ে তুলতে পারত না। তাই স্থানীয়রা বন দফতরকে খবর দেয়। খবর পেয়ে নড়েচড়ে বসেন রাজ্য বন দফতরের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বনাধিকারিকরা।

শিকারিদের বিরুদ্ধে পুলিশ নিয়ে যৌথ অভিযানে নামে বন দফতর। সোমবার সন্ধ্যায় সেই অভিযানে বড়সড় সাফল্য মেলে বন দফতরের। কোচবিহার-আলিপুরদুয়ার জেলা সংলগ্ন অসম-বাংলা সীমানার সংকোশ নদীর পার্শ্ববর্তী এলাকায় গোপনে স্থানীয়দের সাহায্যে চলে ওই অভিযান। আর সেই অভিযানেই আটক করা হয় অসম থেকে আসা ১৭ জন শিকারিকে। কোচবিহার-১ এর রেঞ্জ অফিসার সুদীপ দাস জানিয়েছেন, ওই ১৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-হাওড়ায় ১ দিন বন্ধ বাজার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসম থেকে প্রায় ১০০ জনের একটি দল তির-ধনুক সহ নানা অস্ত্র নিয়ে শিকার করতে ঢোকে বাংলায়। শিকারিদের অনুপ্রবেশ রুখতে সোমবার যৌথ অভিযানে নামে কোচবিহার জেলার তল্লিগুড়ি ও আটিয়ামোচড় রেঞ্জ সহ আলিপুর জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। দীর্ঘ তল্লাশি চালিয়ে, সংকোশ নদী সংলগ্ন এলাকা থেকে তির-ধনুক সহ ১৭ জনকে আটক করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত প্রায় ২৫টি সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি অসম রাজ্যের শ্রীরামপুরে বলে জানা গেছে।

Latest article