মিথ্যাচার করেছেন মোদি ও অমিত শাহ, মতুয়াগড়ে বিজেপি ভিলেন

তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, মতুয়ারা গর্ব করে বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়িতে এসেছিলেন।

Must read

সংবাদদাতা, ঠাকুরনগর : এমনিতেই মতুয়াদের বঞ্চনা নিয়ে কাঠগড়ায় রাজ্য বিজেপি। একাধিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে মতুয়াদের ঠাকুরবাড়িতে চলছে বিজেপির সঙ্গত্যাগের কানাঘুষো। তার মধ্যেই মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করলে বনগাঁর প্রাক্তন সাংসদ তথা মতুয়া সংঘাধিপতি মমতা ঠাকুর।

আরও পড়ুন-বাংলার জঙ্গলে ঢুকছে অসমের শিকারিরা, বেআইনি অনুপ্রবেশ, আটক ১৭

তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, মতুয়ারা গর্ব করে বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়িতে এসেছিলেন। অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মতুয়াদের জন্য তাঁরা কিছুই করেননি। তাই বলতে পারি, বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেনি। পাশাপাশি বলেন, যদি তৃণমূলে কেউ আসতে চান, আসতেই পারেন। আমাদের কোনও আপত্তি নেই। অনেকেই তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন আবার ফিরেও এসেছেন। তবে কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না এই সব সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-হাওড়ায় ১ দিন বন্ধ বাজার

যাঁরা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন এবং বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন তাঁদের প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, তাঁদের সৎ বুদ্ধি হোক। এছাড়াও শান্তনু ঠাকুর বাজি ফাটাবে না বোমা ফাটাবে সেটা তার ব্যাপার আমি কিছু বলতে পারব না। এটা সম্পূর্ণ শান্তনু ঠাকুরের ব্যাপার এবং বিজেপির ব্যাপার। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সংবাদমাধ্যমকে বলেছেন, আমার আর রাজ্য বিজেপিতে কোনও প্রয়োজন নেই। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলাম। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য বিজেপির ৫ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। সব মিলিয়ে বিজেপিতে এখন ভাঙা হাট।

Latest article