প্রতিবেদন : কেএলও নেতা জীবন সিংহ (KLO chief Jibon Singha) আত্মসমর্পণ করছেন বলে গুঞ্জন ছড়াল। শোনা গিয়েছে, মঙ্গলবার নাগাল্যান্ডের মন জেলার নয়া বস্তিতে এই বিচ্ছিন্নতাবাদী নেতা আত্মসমর্পণ করেন। জীবন সিংহের সঙ্গে আরও ছ’জন নেতাও আত্মসমর্পণ করেছেন বলে খবর ছড়িয়েছে। আপাতত আত্মসমর্পণকারীরা সকলেই আধাসেনার জিম্মায় রয়েছেন। সম্ভবত শান্তি আলোচনা করতে তাঁদের দিল্লি নিয়ে যাওয়া হবে। বিভিন্ন সূত্রের খবর, কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও নেতা জীবনকে আত্মসমর্পণ করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন দিলীপ দেব নারায়ণ। দিলীপ এক সময় কেএলও-সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরে তিনি আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে আসেন। সেই দিলীপের মধ্যস্থতাতেই জীবন-সহ (KLO chief Jibon Singha) সাতজনের আত্মসমর্পণের গুঞ্জন৷
আরও পড়ুন-২০২২ সালে বিশ্বে নিহত ৮৬ সাংবাদিক