গুয়াহাটি : টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার লভলিনা বরগোহাঁই নতুন চাকরিতে যোগ দিলেন। অসম পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট পদে নিযুক্ত হলেন লভলিনা। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বুধবার সরকারি অনুষ্ঠানে আইপিএস পদমর্যাদার ক্যাডারে অলিম্পিক পদকজয়ী বক্সারকে অন্তর্ভুক্তির কথা জানান। তবে ট্রেনি হিসেবেই আপাতত তিনি থাকবেন। মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত এক লক্ষ টাকা লভলিনাকে রাজ্য সরকার দেবে ট্রেনিংয়ের জন্য। অসমের মেয়ে লভলিনাকে আরও নানাভাবে সম্মান জানাতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুন-বিধ্বংসী বুমরায় উচ্ছ্বসিত, টেস্টেও ফ্রি-হিটের দাবি জানালেন স্টেইন
লভলিনার নামে গুয়াহাটিতে একটি রাস্তার নামকরণও করা হবে। নতুন চাকরি ও সম্মান পেয়ে গর্বিত অলিম্পিকে পদকজয়ী মহিলা বক্সার। লভলিনা বলেছেন, ‘‘বক্সিং রিংয়ে আমি সর্বদাই নিজের সেরাটা উজাড় করে দেব এবং আমার রাজ্য ও এখানকার মানুষের জন্য আরও সম্মান আনার চেষ্টা করব।”