প্রতিবেদন : গোটা দেশের আবহাওয়ায় এক চরম বৈপরীত্য দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য প্রবল গরম ও তাপপ্রবাহে পুড়ছে। তাপপ্রবাহের কারণে বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের অসম ও সিকিম। এমনকী, দক্ষিণের তামিলনাড়ুতেও রবিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বিপর্যয়ের কারণে মরুরাজ্য রাজস্থানেও চলছে প্রবল বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টির কারণে রাজস্থানের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-বন্দুকবাজের হামলায় আমেরিকায় মৃত ৬
পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় ভাল বৃষ্টি হয়েছে। যা কিছুটা হলেও স্বাস্থ্য দিয়েছে মানুষকে। রবিবার রাত থেকে প্রবল বৃষ্টি চলছে তামিলনাড়ুতে। চেন্নাই ও সংলগ্ন এলাকায় জল জমে ব্যাপক যানজট হয়। সোমবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টির কারণে রাজ্যের ছয় জেলায় সব স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির জেরে চেন্নাইয়ে ব্যাহত বিমান পরিষেবাও। অন্যদিকে বৃষ্টির জেরে প্লাবিত অসমের বহু অঞ্চল। কৃষিজমি-সহ জলের নিচে বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন-অভাবের তাড়নায় দেশ ছাড়ার হিড়িক, পাকিস্তানে মানবপাচার বাড়ছে, জারি ধড়পাকড়
বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যে প্রায় ৩৫ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর জেলা। সেখানেই প্রায় ২৫ হাজারের উপর মানুষ বন্যার কবলে পড়েছেন। সিকিমেও প্রবল বৃষ্টিতে ধস ও বন্যার কারণে পরিস্থিতি ঘোরাল হয়ে উঠেছে।