গীতা প্রেসকে গান্ধী পুরস্কার, হতবাক দেশ

বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম অগ্রণী প্রকাশক গীতা প্রেস। ধর্মীয় গ্রন্থ ছাড়া এই প্রকাশনা সংস্থা অন্য কোনও বই প্রকাশ করে না।

Must read

প্রতিবেদন : বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম অগ্রণী প্রকাশক গীতা প্রেস। ধর্মীয় গ্রন্থ ছাড়া এই প্রকাশনা সংস্থা অন্য কোনও বই প্রকাশ করে না। কিন্তু উত্তর প্রদেশের সেই প্রকাশনা সংস্থাকেই চলতি বছরের গান্ধী শান্তি পুরস্কারের জন্য বেছে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সরকারের এই সিদ্ধান্তে হতবাক বুদ্ধিজীবী মহল।

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে বানভাসি অসম, সিকিম, রাজস্থান, পুড়ে খাক উত্তর ভারত

কেন্দ্রের এই সিদ্ধান্তের কড় নিন্দা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি স্পষ্ট বলেছেন, গীতা প্রেসকে পুরস্কৃত করা সাভারকার বা গডসেকে পুরস্কার দেওয়ার সমান। মোদি সরকারের সংস্কৃতি মন্ত্রকের এই সিদ্ধান্ত গান্ধী পুরস্কারের সঙ্গে প্রতারণা। কংগ্রেস প্রশ্ন করেছে, ধর্মীয় বই প্রকাশ ছাড়া গীতা প্রেসের সমাজে আর কী অবদান আছে?

Latest article