বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বোমা ফেটে আহত ৫ শিশু

পঞ্চায়েত ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে বুঝেই অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী বিভিন্ন জায়গায় বোমা-অস্ত্র মজুত করছে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : পঞ্চায়েত ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে বুঝেই অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী বিভিন্ন জায়গায় বোমা-অস্ত্র মজুত করছে। তারই জেরে আহত পাঁচ শিশু। আমবাগানে রাখা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত পাঁচ শিশু। সোমবার বেলা ১১টা নাগাদ, মুর্শিদাবাদের ফরাক্কা থানার উত্তর ইমামনগর মাঠপাড়া এলাকায়। সকালে কয়েকজন শিশু আমবাগানে খেলা করার সময় বলের মতো একটি বস্তুকে পড়ে থাকতে দেখে। কৌতূহলী বলে সেটিকে ছুঁড়তেই সশব্দ ফেটে যায়।

আরও পড়ুন-গীতা প্রেসকে গান্ধী পুরস্কার, হতবাক দেশ

আর তাতেই আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০) আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১) এবং ইমরান শেখ (৯) নামে পাঁচন শিশু আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসাদুলের অবস্থার অবনতি হলে তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আহত শিশুরা ইমামনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াতে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা মাঠে বোমাগুলো রেখেছিল। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিশুরা যাতে ঠিক চিকিৎসা পায় সে বিষয়ে আমরা উদ্যোগী হয়েছি।

Latest article