অসুর সম্প্রদায়ের উন্নয়নের উদ্যোগ, আশ্বাস বিধায়কের

জলপাইগুড়ির পর আলিপুরদুয়ারে ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে হয় বৈঠক। ছিলেন বিধায়ক অদিতি মুন্সী-সহ সবদলের বিধায়কেরা।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : অসুর সম্প্রদায়ের প্রতিভার প্রশংসা করলেন বিধায়ক তথা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। তাঁদের আরও উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট দফতরে কথা বলবেন বলে জানালেন বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সার্কিট হাউসে তথ্য সংস্কৃতি ও ক্রীড়া নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে।

আরও পড়ুন-মানুষের জন্যই এই গরমে পথে অভিষেক, প্রতিবাদসভায় দাবি কাকলির

জলপাইগুড়ির পর আলিপুরদুয়ারে ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে হয় বৈঠক। ছিলেন বিধায়ক অদিতি মুন্সী-সহ সবদলের বিধায়কেরা। আলিপুরদুয়ারে একটি স্টেডিয়াম,সুইমিং পুল সহ এলাকার খেলোয়াড়রা যাতে খেলার পূর্নাঙ্গ সুযোগ পায় সে ব্যাপারে কমিটির দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত জেলার বিশিষ্ট জনেরা। বৈঠকের পর অসুর সম্প্রদায়ের শিল্পীদের গান শোনেন। উপস্থাপনা প্রশংসা করেন। এরপরই তাঁদের আরও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দফতরে কথা বলবেন বলে জানান।

Latest article