মানুষের জন্যই এই গরমে পথে অভিষেক, প্রতিবাদসভায় দাবি কাকলির

মমতা বন্দ্যোপাধ্যায় বাম হার্মাদদের হাত থেকে বাংলাকে মুক্তি দিয়েছেন। ৩৪ বছর বাম শাসনে হার্মাদদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজ্যবাসী

Must read

সংবাদদাতা, রাজারহাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম হার্মাদদের হাত থেকে বাংলাকে মুক্তি দিয়েছেন। ৩৪ বছর বাম শাসনে হার্মাদদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজ্যবাসী। অনুন্নয়ন, অত্যাচার, বিশেষত নারীনির্যাতন, ধর্ষণের আখড়া হয়ে উঠেছিল বাংলা। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বাম জামানার অবসান ঘটেছে।

আরও পড়ুন-বাংলার রাজনীতিতে নতুন এক ইতিহাস তৈরি করেছেন অভিষেক

পরবর্তীতে নানান জনমুখী প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়ন করে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জনমুখী প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং অত্যাচারে মানুষের পাশে দাঁড়াতে এই প্রখর দাবদাহে পরিবার-পরিজন ছেড়ে রাস্তায় নেমেছেন। বুধবার রাজারহাট নিউটাউন বিধানসভার অন্তর্গত ২৭ নং ওয়ার্ডের তারুলিয়ায়, বাংলায় বসবাসকারী মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ ও বিরোধী দলগুলির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদসভা ও জনজোয়ার যাত্রার সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন বারাসাতের সাংসদ তথা বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ডাঃ কাকলি ঘোষদস্তিদার। সভায় ছিলেন দেবরাজ চক্রবর্তী, আবতাফউদ্দিন প্রমুখ।

Latest article