নাইজেরিয়া: জাতিগত সংঘর্ষে নিহত শতাধিক

Must read

প্রতিবেদন : ধর্মীয় ও জাতিগত সংঘর্ষের জেরে ভয়াবহ অবস্থা নাইজেরিয়ায় (Nigeria)। এক সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর হামলায় আফ্রিকার এই দেশটিতে (Nigeria) মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। জানা গিয়েছে মধ্য নাইজেরিয়ার প্লাতিউ রাজ্যের বেশ কয়েকটি গ্রামে ধর্মীয় বিবাদে হামলা চালায় একটি সশস্ত্র গোষ্ঠী। যার জেরেই সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১১৩ জনের। পাশাপাশি আহত হয়েছেন প্রায় ৩০০ জন। জাতিগত হিংসায় বিগত কয়েক বছর ধরে উত্তাল প্লাতিউ রাজ্য। যেখানে এই হামলা চালানো হয় সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি বসবাস করেন। স্থানীয় মুসলিম পশুপালক এবং খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে বিবাদ। জেনেবুঝেই জাতিগত উত্তেজনা তৈরি করতে হামলা চালানো হয়েছে। স্থানীয়ভাবে এই সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ডাকাত’ হিসেবে পরিচিত। এদিন তারা ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালায়। হত্যার পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মর্মান্তিক এই হামলার ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়েছে নাইজেরিয়ার সরকার।

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে! দাবি না মানলে RBI-সহ ৩ ব্যাঙ্কের দফতরে বোমা হামলার হুমকি

Latest article