ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের (afghanistan earthquake) পশ্চিমাংশ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ ইরান সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে প্রায় ৪০ কিলোমিটার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত ৭৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের (afghanistan earthquake) জেরে বাড়িঘর ভেঙে পড়েছে। তেমনই কিছু এলাকায় ভূমিধসেরও খবর মিলেছে। ভূমিকম্প অনুভূত হতেই স্থানীয়রা বাড়ি-দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের পর ৬বার আফটার শক অনুভূত হয়েছে বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।
আরও পড়ুন- সুকান্তকে ফোন করে বঞ্চিতদের টাকা চাইতে বললেন অভিষেক, ধুয়ে দিলেন সাধ্বীকেও
ইতিমধ্যেই আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। বিপর্যয় মোকাবিলা দলের এক মুখপাত্র জানান, “প্রাথমিক উদ্ধারের কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের কাছেও এখনও সব তথ্য নেই।”