গ্রিসের (Greece Boat Accident) উপকূলে বৃহস্পতিবার ভোরে নৌকাডুবিতে অন্তত ১৫ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ২০ জনের খোঁজ মিলছে না। মৃতদের মধ্যে তিনটি শিশু আছে। তুরস্কের উপকূলের কাছে মধ্য এজিয়ান সাগরে গ্রিক দ্বীপ লেসবস উপকূলে নৌকাটি ডুবে গিয়ে এই ঘটনা (Greece Boat Accident) ঘটেছে। সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। আরোহীরা সকলেই আদিবাসী সম্প্রদায়ের। আরোহীরা সম্ভবত আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। খুব সম্ভবত উত্তাল সমুদ্রের কারণেই নৌকাটি ডুবে গিয়েছে। এ পর্যন্ত মাত্র পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের উপকূল রক্ষীবাহিনী।
আরও পড়ুন-ভারতীয় কাফসিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু! নিষেধাজ্ঞা জারি করল হু