সঙ্কটজনক মুলায়ম

Must read

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদবের (SP Leader Mulayam Singh Yadav) অবস্থা এখনও সঙ্কটজনক। সিসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেওয়া হচ্ছে জীবনদায়ী ওষুধ। বৃহস্পতিবার বিকেলে মেদান্তা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এই কথা জানানো হয়েছে। দলের প্রতিষ্ঠাতার শারীরিক অবস্থা সঙ্কটজনক শুনে উদ্বিগ্ন সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা হাসপাতাল চত্বরে ভিড় জমাচ্ছেন। কয়েকদিন আগেই দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রবীণ সমাজবাদী নেতার (SP Leader Mulayam Singh Yadav) চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে প্রবীণ নেতার কিডনি ট্রান্সপ্লান্ট করা হতে পারে। সঙ্কটজনক নেতাজিকে কিডনি দান করার ইচ্ছে জানিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে চিঠি দিয়েছেন দলের ছাত্র সংগঠনের আলিগড় জেলা সভাপতি মুন্তজিম কিদোয়াই।

আরও পড়ুন-যোগীরাজ্যে নিষ্ক্রিয় পুলিশ, অপমানে আত্মঘাতী ধর্ষিতা

Latest article