প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বিজেপির ঘৃণ্য রাজনীতি

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। মাল নদীতে (Mal River- BJP) হড়পা বানের এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে দেখা মেলেনি বিজেপির নেতা মন্ত্রীদের। এই ঘটনা নিয়ে তারা নোংরা রাজনীতির খেলায় মেতেছে। হড়পা বানের খবর পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। পাশে থেকেছেন নিহত আহত পরিবারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ক্ষতিপূরণ ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পৌঁছে গিয়েছেন নিহতদের বাড়িতেও। স্থানীয় দুই বিজেপির (Mal River- BJP) মন্ত্রী জন বারলা, নিশীথ প্রামাণিক কাউকেই দেখা যায়নি ঘটনাস্থলে। ঠান্ডা ঘরে বসে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতেছেন তাঁরা। বৃহস্পতিবার সকালে মাল সুপার স্পেশ্যালিটিতে হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী বুলু চিকবড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক মহুয়া গোপ। বিজেপির নোংরা রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ওদের তো ডেডবডিকে নিয়েই রাজনীতি। ওরা সেই রাজনীতিটাই করছেন। ওই মৃতদেহ নিয়ে সময় বা পরিবেশ নেই। দুর্গতদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, আমরা সেই বিষয়ে চিন্তা ভাবনা করছি। যদি কেউ নিখোঁজ থাকে, তাঁকে খুঁজে বার করার প্রচেষ্টা চালাতে হবে। প্রশাসনের কী গাফিলতি ছিল, সেগুলি পরে খতিয়ে দেখা হবে। কিন্তু সেটা নিয়ে তরজা করার সময় নেই। এই বিষয় নিয়ে যাঁরা, রাজনীতি করছেন, তাঁদের মানবিকতা কতটা আছে, সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।

আরও পড়ুন-জলপাইগুড়িতে বাতিল করা হল কার্নিভ্যাল

Latest article