ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Must read

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের (Mass shooting- USA) হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২২ জনের। আহত আরও কমপক্ষে ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পলাতক অভিযুক্ত বন্দুকবাজ।

আমেরিকার (Mass shooting- USA) মেইনের লেউইস্টনে চলে এলোপাথাড়ি গুলি। হামলা চালায় বন্দুকবাজ।  হামলার পিছনে কী কারণ তা এখনও অজানা। স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে বিভিন্ন জায়গায় হামলা চালায় বন্দুকবাজ। মেইনের লেউইস্টনের একটি ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টার, বোলিং অ্যালি ও স্থানীয় একটি বারে ঢুকে ক্রমাগত গুলি চালাতে থাকে সে। অতর্কিতে হামলা চালানোয় মৃত্যু হয়েছে বহু মানুষের।

হামলা চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই বন্দুকবাজ। তবে এক হামলাকারীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্থানীয় পুলিশ। প্রকাশ করা হয়েছে এক বন্দুকবাজের নামও। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ফের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে দুই বন্দুকবাজ। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দাদেরও ঘরে থাকার কথাই বলা হয়েছে। আতঙ্কে ভুগছেন মেইনের লিউইসন শহরের বাসিন্দারা।

আরও পড়ুন- বিশ্বের সেরা দশে বাংলার শিক্ষক

Latest article