ভয়াবহ দুর্ঘটনা মোজাম্বিকে (Mozambique ferry accident)। নৌকা ডুবে মৃত্যু হল ৯৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ডুবে যাওয়া ছোট মাছ ধরার নৌকায় ১৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু। এখনও উদ্ধারকাজ চলছে। তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।
জানা গিয়েছে, নামপুলা শহরের দিকে যাত্রার সময়ে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে একজন কলেরা আক্রান্ত। সেই ভয়েই নৌকা ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করেন বাকি যাত্রীরা। তখনই যাত্রীদের হুড়োহুড়ির জেরে ডুবে যায় নৌকাটি। গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের হিসেবে, এবছরে কলেরার প্রভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে মোজাম্বিকে (Mozambique ferry accident) অন্তত ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০ জন মারা গিয়েছেন।
আরও পড়ুন- কানসাসের জঙ্গলে মিলল অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির দেহ!
নামপুলা প্রদেশের প্রধান জেমি নেটো জানিয়েছেন, নৌকাটি একেবারেই যাত্রী বহন করার জন্য নয়। ডুবে যাওয়া নৌকাটি মাছ ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রশ্ন উঠছে, ছোট নৌকায় কীভাবে এত যাত্রী ওঠার অনুমতি দেওয়া হল। চলছে তদন্ত।