রাজ্যে ৫ ডিগ্রি নামল পারদ, কতদিন থাকবে মেঘলা আকাশ

Must read

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তারমাত্রা (West Bengal Weather) থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। সকাল সকাল কলকাতার বেশ কিছু জায়গায় এক দফা বৃষ্টি হয়েছে। আজ সারা দিন আকাশ মেঘলা থাকবে। তবে আজ দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টি জারি থাকবে। সোমবার, ৮ এপ্রিল কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার হলুদ সতর্কতা জারি থাকবে। বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের ফলেই এই বৃষ্টি।

আরও পড়ুন- ৩১ ডিসেম্বেরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান, কেন্দ্রের সরকারকে নিশানা অভিষেকের

উত্তরবঙ্গেও আজ জারি থাকবে বৃষ্টি (West Bengal Weather)। পূর্বাভাস অনুযায়ী, আজ কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়বৃষ্টি হবে। এর জন্যে উত্তরবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কত। এদিকে উত্তরের সমতলে এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। দু’দিনে আবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর। মঙ্গলবার, ৯ই এপ্রিল পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার, ১০ই এপ্রিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। জানা যাচ্ছে, ১২ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি জারি থাকবে।

Latest article