যশের হাতযশে জয়ের হ্যাটট্রিক

রবিবার নবাবের শহরে তারা গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল। পরপর দুই ম্যাচ হেরে সাতে নামল শুভমন গিলের গুজরাট।

Must read

লখনউ, ৭ এপ্রিল : চলতি আইপিএলে এবার জয়ের হ্যাটট্রিক কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের। রবিবার নবাবের শহরে তারা গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল। পরপর দুই ম্যাচ হেরে সাতে নামল শুভমন গিলের গুজরাট।
লখনউয়ের ১৬৩ রান তাড়া করতে নেমে গুজরাট গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে। গত দুটো ম্যাচে লখনউয়ের জয়ের কারণ ছিল, মায়াঙ্ক যাদবের এক্সপ্রেস গতির বোলিং। এদিন মায়াঙ্ক এক ওভার বোলিং করে চোট পেয়ে যাওয়ায় সমস্যায় পড়ে যায় লখনউ। তাতেও জিততে সমস্যা হয়নি কারণ, মিডিয়াম পেসার যশ ঠাকুরের বোলিং। একাই ৫ উইকেট নিয়ে ভাঙলেন গুজরাটকে। শুভমনকে প্রথম আউট করেছিলেন।

আরও পড়ুন-নরেন্দ্র মোদীর রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি

শেষটাও করেন যশ। এবারের আইপিএলে প্রথম কোনও বোলার পাঁচ উইকেট নিলেন। কেন উইলিয়ামসনকে আউট করেন রবি বিষ্ণোই। নিজের বলে ডান দিকে ঝাঁপিয়ে যেভাবে ক্যাচ তালুবন্দি করেন তরুণ লেগ স্পিনার, তাতে এটা প্রতিযোগিতার সেরা ক্যাচের দৌড়ে থাকবে।
লখনউয়ের জয়ের আরও দুই কারিগর ক্রুনাল পান্ডিয়া এবং মার্কাস স্টয়নিস। ক্রুনাল ৪ ওভার বোলিং করে ৩ উইকেট তুলে নেন। একই ওভারে তিনি সাই সুদর্শন ও বি আর শরতের উইকেট নেন। সেই ধাক্কা আর সামলাতে পারেনি গুজরাট। তার আগে স্টয়নিসের ৪৩ বলে ৫৮ রানের ইনিংসের জন্যই ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করতে সক্ষম হয় লখনউ।

Latest article