নরেন্দ্র মোদীর রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি

আগামী লোকসভা নির্বাচন (Loksabha election) উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Must read

আগামী লোকসভা নির্বাচন (Loksabha election) উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবলপুরে গতকাল একটি রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে এই মর্মে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়ের জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য সেই মঞ্চে উঠে পড়েন। এর ফলেই মঞ্চটি ধসে পড়ে।’

আরও পড়ুন-কানসাসের জঙ্গলে মিলল অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির দেহ!

রবিবার সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে ভগৎ সিং স্কোয়ার থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। রোড শো চলাকালীন মানুষজনকে ‘আবকি বার ৪০০ পার’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। প্রধানমন্ত্রী হাতজোড় করে সকলকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। রামপুর-গোরক্ষপুর রোডে প্রধানমন্ত্রীর কনভয় এগিয়ে যেতেই অত্যধিক মানুষের চাপে সেই মঞ্চটি ভেঙে পড়ে। এক মহিলা ও এক পুলিশ সদস্য সহ চারজনের হাত ও পায়ের হাড় ভেঙে গিয়েছে। এছাড়াও তিনজন মহিলা অল্প হলেও আহত হয়েছেন। এদিন রোড শোতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন-৩১ ডিসেম্বেরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান, কেন্দ্রের সরকারকে নিশানা অভিষেকের

রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর গাড়িতে মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রাকেশ সিং এবং লোকসভা প্রার্থী আশিস দুবে ছিলেন। ১.২ কিলোমিটার দীর্ঘ পথ ধরে হয় এই রোড শো। রুটের দু’পাশে দু’স্তরের ব্যারিকেড ছিল। এদিন মোদীর রোড শো ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রোড শো চলাকালীন ৪০ জন এসপিজি কমান্ডো, ২০ জন আইপিএস অফিসার এবং ৩০০০ জওয়ান নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

Latest article