প্রতিবেদন : কানায় কানায় ভর্তি অডিটোরিয়াম। সবাই অধীর আগ্রহে তাঁর ভাষণ শোনার অপেক্ষা করছেন। শুরু হল ভাষণ। লিখিত বক্তব্যের কয়েক লাইন নিজের হাতে থাকা কাগজ থেকে গড়গড় করে পড়ার কিছুক্ষণ পরেই বুঝলেন, কোথাও একটা গোলমাল হচ্ছে! কারণ তাঁর বলতে চাওয়া কথার সঙ্গে কাগজের লেখা কথার কোনও মিল নেই। বিষয়টি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গেই ভাষণ দেওয়া বন্ধ করে দিলেন তিনি। অভূতপূর্ব এই পরিস্থিতির সম্মুখীন হলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস।
আরও পড়ুন-হাড়হিম হত্যাকাণ্ড! লিভ-ইন পার্টনারকে ৩৫ টুকরো করে দিল্লির রাস্তায় ছড়ায় প্রেমিক
সম্প্রতি রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মহাসচিব গুতেরেস। তাঁর ভাষণ শুনতে উপস্থিত একাধিক দেশের শীর্ষ নেতারা। কিন্তু বক্তব্য শুরু করেই গুতেরেস বুঝতে পারেন, তিনি মুখে যা বলছেন, তাঁর হাতে থাকা কাগজে সেসব লেখাই নেই। অর্থাৎ হাতে থাকা লিখিত বক্তব্যটি তাঁর নয়। তবে তখন কিছুটা দেরি হয়ে গিয়েছে। দৃশ্যতই চরম অপ্রস্তুতে পড়েন রাষ্ট্রসংঘের মহাসচিব। তাই কথা না বাড়িয়ে তিনি অচিরেই তাঁর বক্তৃতা শেষ করেন।
আরও পড়ুন-শিশুদিবসে নতুন আমেজে খুশি HIV+ অনাথ শিশুরা
মহাসচিব কেন আচমকাই মাঝপথে তাঁর ভাষণ থামিয়ে দিলেন তা বুঝে উঠতে পারছেন না কেউই। উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছেন। তবে ড্যামেজ কন্ট্রোলে মুখ খুললেন খোদ মহাসচিব। গুতেরেস স্বীকার করে নেন যে, তিনি ভুল ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের এই অবস্থা দেখে প্রায় সকলেই মুখ টিপে হাসতে শুরু করেন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তাঁরই লিখিত ভাষণ ফের পড়তে শুরু করেন গুতেরেস।