মোহালি, ১ মার্চ : ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার সামনে দুটি ব্যক্তিগত মাইলস্টোন অপেক্ষা করছে মোহালিতে। বিরাট কোহলির এটি শততম টেস্ট। আর রোহিত শর্মা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে প্রথমবার মাঠে নামবেন শুক্রবার।
মোহালিতে প্রথম টেস্টে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি প্রথমে ছিল না। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যা নিয়ে হতাশ ছিলেন। ফ্যানেদের মতোই হতাশা প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকরও। তবে তিনি বলেছিলেন, বিরাট অন্তত নিজের একশো টেস্টে সেঞ্চুরি করুক। তবে সবাইকে সন্তুষ্ট করে মঙ্গলবার রাতের দিকে বোর্ড মোহালি টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। দু’বছরেরও বেশি সময় সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে। তবে রানে ফিরতে মরিয়া বিরাট এখন মোহালিতে প্র্যাকটিসে নেমে পড়েছেন।
আরও পড়ুন-হকি বিশ্বকাপ
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বিরাট মঙ্গলবার সতীর্থদের সঙ্গে গা ঘামিয়েছেন। নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেল তাঁকে। প্র্যাকটিসে ছিলেন বুমরা, বিহারী, শুভমান, ভরত, উমেশ, কুলদীপ, মায়াঙ্ক, অনেকেই। বিরাটের সঙ্গে নেটে দেখা গিয়েছে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও। তাঁর অবশ্য ফিটনেস সমস্যা রয়েছে। পাশ করলে তবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে পারবেন প্রথম টেস্টে।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পি আর সিংলা আগে জানিয়েছিলেন, বোর্ডের নির্দেশ মেনেই তাঁরা মোহালি টেস্টে দর্শকদের ঢোকার অনুমতি দিতে পারছেন না। কিন্তু কলকাতা ও ধর্মশালায় আংশিকভাবে গ্যালারি ভরে যাওয়ার পর মোহালিতে দর্শকদের মাঠে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত অনেককে অবাক করেছিল। বিশেষ করে পরের টেস্টেই যখন বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে মাঠে লোক হবে। পরে সিদ্ধান্ত বদল করেছে বোর্ড।
আরও পড়ুন-কাপ জিতে ‘সফর’ শেষ চান মিতালি
পূজারা ও রাহানের জায়গায় শুভমান ও বিহারীর দলে ঢোকা একরকম নিশ্চিত। মায়াঙ্কের শুরুতে আসাও সুনিশ্চিত। অশ্বিন আনফিট হলে দলে আসবেন জয়ন্ত যাদব। তিন পেসার বুমরা, শামি ও সিরাজ। অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা।