নয়াদিল্লি : বুধবার রাজ্যসভার (Rajya Sabha- Jawhar Sircar) জিরো আওয়ারে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার আইএএস ক্যাডার বিধি সংশোধন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন। এদিন তিনি (Rajya Sabha- Jawhar Sircar) বলেন, এই ক্যাডার বিধি সংশোধন একপেশে। কেন্দ্রীয় সরকারের প্রচুর পরিমাণে আইএএস এবং অন্যান্য অফিসারের ঘাটতি রয়েছে। এই ঘাটতি তৈরি হওয়ার পেছনে রয়েছে মূলত রাজ্যগুলির চাহিদা সহ বিভিন্ন কারণ। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর আবেদন, সংখ্যা নিয়ে ভালভাবে বিবেচনা করতে হবে। তিনি প্রস্তাব দেন, একপক্ষের উপর চাপ দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত করা উচিত নয়, সমস্যা বিবেচনা করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে সমাধানের পথে এগিয়ে যাওয়া উচিত। রাজ্যকে বাদ দিয়ে একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্র।
আরও পড়ুন-তৃণমূলের প্রতিবাদ সভায় আওয়াজ উঠল রাম-বামের ষড়যন্ত্র রুখতে হবে