দুবাই, ২৯ অক্টোবর : এই মুহূর্তে ভারতীয় ওপেনিং জুড়িকে নিয়ে প্রচুর কথা হচ্ছে। ইশান কিশানকে শুরুতে নিয়ে এসে ভারতীয় ওপেনিং জুড়ির কোনও পরিবর্তন করা হবে কিনা তা নিয়েও কথা উঠছে। কিন্তু প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন বলেছেন, এক হারেই সবকিছু শেষ হয়ে যায়নি। এখনই দলকে ঢেলে সাজার কোনও দরকার নেই ভারতের।
আরও পড়ুন : হার্দিক কেন দলে! প্রশ্ন এবার পাতিলের
টপ অর্ডারে রোহিতকে নিয়েই বেশি কথা হচ্ছে। এমনকী পাকিস্তানের কাছে হারের পর সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি এক সাংবাদিককে বলেন, ‘‘আপনি কি চান, রোহিতকে বসিয়ে দেব?” আথারটন স্কাই স্পোর্টসকে বলেছেন, রোহিতের মতো প্লেয়ারকে টপ অর্ডার থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে যাবে। ‘‘ভারতীয় দল ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচে রোহিতকে বিশ্রাম দিয়েছিল। তার বদলে শুরুতে নামিয়েছিল ইশান কিশান আর কে এল রাহুলকে। সেই ম্যাচে ইশান রাহুলের থেকে বেশি রান করেছিল। কিন্তু পাওয়ার প্লে-তে এগিয়ে ছিল রাহুল।” বলেছেন আথারটন।
রোহিত সম্পর্কে আথারটন বলেছেন, হিটম্যান নিজেকে ধাতস্থ করতে একটু সময় নেন— ‘‘আমার মনে হয় রোহিত আর রাহুলকে দিয়ে শুরু করে ভারত ঠিকই করেছিল। আর স্রেফ একটা খারাপ ম্যাচ দিয়ে ভারতকে মুছে ফেলা যাবে না। প্রসঙ্গত, রবিবার ভারত যাদের বিরুদ্ধে খেলবে, সেই নিউজিল্যান্ডও প্রথম ম্যাচে হেরে আপাতত জয়ের সন্ধানে রয়েছে। সুতরাং একটা কঠিন লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।