প্রতিবেদন : অনুশীলনে চোট পেয়েছিলেন কিয়ান নাসিরি। সোমবার যুবভারতীতে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে পারেননি তরুণ উইঙ্গার। রবিবার কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্যও ফিট হতে পারেননি কিয়ান। তাই তাঁকে শহরে রেখেই সম্ভবত শুক্রবার বিকেলে কোচি রওনা হচ্ছে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার অবশ্য হালকা অনুশীলন করেছেন কিয়ান। ডার্বির আগেই সম্পূর্ণ ফিট হতে চান জামশিদ নাসিরির পুত্র। দলে আর কোনও চোট আঘাত নেই। ফলে ৬ বিদেশি-সহ বাকিদের নিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। শুক্রবার সকালে ১৮ জনের স্কোয়াড ঘোষণা করবেন জুয়ান ফেরান্দো।
আরও পড়ুন-বিনিকে শুভেচ্ছা জানিয়ে সৌরভকে খোঁচা শাস্ত্রীর
ঘরের মাঠে চেন্নাইয়িনের কাছে হারের পর কোচিতে কঠিন পরীক্ষার সামনে মোহনবাগান (ATK Mohun Bagan)। ব্লাস্টার্স ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে দাপটে হারিয়ে আইএসএল অভিযান শুরু করেছে। ছন্দে থাকা আদ্রিয়ান লুনা, ইভান কলুঝনিদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা হুগো বোউমাস, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসোদের। বড় পরীক্ষা কোচ জুয়ানের কাছে। চাপ ক্রমশ বাড়ছে স্প্যানিশ কোচের উপর। কেরলে হারলে চাকরি বাঁচানো কঠিন জুয়ানের। সূত্রের খবর, বিকল্প কোচের খোঁজ শুরু করে দিয়েছেন কর্তারা। শোনা যাচ্ছে, কেরল থেকে পয়েন্ট আনতে না পারলে কোচের বিদায় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে ২৯ অক্টোবরের ডার্বির আগেই মোহনবাগানে নতুন কোচ দেখা গেলে আশ্চর্যের কিছু নেই।