আদিবাসীদের উপর আক্রমণ বাড়ছে, নয়া দল ঘোষণা ছত্তিশগড়ে

Must read

প্রতিবেদন : আদিবাসীদের উপর লাগাতার আক্রমণের জের! চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এবার নতুন দল গঠন করল ছত্তিশড়ের (Chhattisgarh) সর্ব আদিবাসী সমাজ। আদিবাসী সমাজের অধিকার সহ একাধিক দাবিদাওয়া রক্ষার লড়াইয়ে কাজ করে এই দল। এবার তারা নতুন রাজনৈতিক দল তৈরি করল। নতুন দলের নাম দেওয়া হয়েছে ‘হামার রাজ’। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই একের পর এক আদিবাসী অত্যাচারের ঘটনা সামনে এসেছে দেশের একাধিক প্রান্ত থেকে। সেই তালিকায় নাম জুড়েছে ছত্তিশগড়ের। আর সে-কারণেই নতুন দল গঠনের সিদ্ধান্ত সর্ব আদিবাসী সমাজের। তাদের দাবি, ছত্তিশগড় (Chhattisgarh) রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই সেখানে ক্ষমতায় এসেছে কংগ্রেস ও বিজেপি। তবে গত ২০ বছরে কখনোই আদিবাসী সমাজের উন্নতিকল্পে কিছুই করেনি। দুই রাজনৈতিক দলই পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। তাই এবার আদিবাসী সমাজের পরিচয় বাঁচানোর উদ্দেশে কাজ করবে নতুন সংগঠন হামার রাজ। ছত্তিশগড় বিধানসভা ভোটে হামার রাজ ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। এর মধ্যে ১৯টি আদিবাসী সম্প্রদায় এবং একটি তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। দলের সভাপতি আকবর রাম কোরাম জানিয়েছেন, আমরা ইতিমধ্যে ৫০ আসন ঠিক করে ফেলেছি। আদিবাসীদের নিয়ে দল হলেও আমাদের দলে ব্রাহ্মণ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে স্বাগত।

আরও পড়ুন- থাকছে ৫০টি শয্যা, খরচ দেড় কোটি, ভবঘুরেদের জন্য রাজ্যে ১০৯টি আশ্রয়কেন্দ্র

Latest article