বারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তীর উপরে হামলার চেষ্টা! আহত ৬ তৃণমূল কর্মী

Must read

বারাকপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তীর উপরে হামলার চেষ্টা। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রাজ অল্পের জন্য রক্ষা পেলেন। তবে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। দলীয় বৈঠক চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। অভিযোগের তির এলাকার তৃণমূল কংগ্রেস বিরোধী বাহুবলী নেতার মদতপুষ্ট দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-এবার ‘অ্যান্টি- করাপশন সেল’ তৈরি করছে জেলা তৃণমূল কংগ্রেস

জানা গিয়েছে, আজ বারাকপুর স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের পাশে একটি জায়গায় দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে হাজির ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতারা। তখনই আচমকা প্রায় ৩০ জন সশস্ত্র দুষ্কৃতী তৃণমূলের বৈঠকের উপর হামলা চালায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিধায়ক রাজ চক্রবর্তীকেও টার্গেট করেছিল দুষ্কৃতীরা। কিন্তু তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকার পুলিশ কর্মীদের তৎপরতায় রক্ষা পান রাজ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ তৃণমূল কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বলে খবর। আহতদের ইতিমধ্যেই কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-দুই প্রধানকে ছাড়া কলকাতা লিগ, কড়া মনোভাব নিচ্ছে আইএফএ

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। হামলায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Latest article