প্রতিবেদন : ফের খবরের শিরোনামে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University)। তবে এবার আর কোনও রাজনৈতিক কারণে খবরের শিরোনামে নয়। জেএনইউয়ের ক্যাম্পাসের মধ্যেই এক গবেষক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। জেএনইউয়ের মত দেশের অন্যতম সেরা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন – কন্যাশ্রী–১ প্রকল্পে রাজ্যসেরা মুর্শিদাবাদ
জানা গিয়েছে, সোমবার রাতে গবেষণারত বা পিএইচডির ওই ছাত্রী যখন ক্যাম্পাসের মধ্যেই ঘুরছিলেন তখন কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। চেষ্টা করা হয় ওই ছাত্রীর শ্লীলতাহানি করার। কোনওভাবে প্রতিরোধ করে ওই ছাত্রী পালিয়ে যেতে পারেন। পরে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পূর্বদিকের গেটের কাছে এই ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী তখন গেটের সামনে ঘুরছিলেন। সে সময়ে অপরিচিত কয়েকজন ব্যক্তি বাইকে করে এসে হঠাৎই ওই ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর শ্রীলতাহানি করার চেষ্টা চলে।
দুষ্কৃতীদের হাত ছাড়িয়ে ওই ছাত্রী কোনও রকমে পালিয়ে যেতে পারলেও দুষ্কৃতীরা তাঁর পিছু ধাওয়া করে। কিন্তু ওই ছাত্রী চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে ওই ছাত্রীর মোবাইল ফোনটি তারা কেড়ে নিয়ে গিয়েছে।
এ বিষয়ে ডিসিপি গৌরব শর্মা জানিয়েছেন, ওই ছাত্রীর চিৎকার শুনে সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা অন্য ছাত্রছাত্রী এবং নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন। তাদের দেখেই দুষ্কৃতীরা চম্পট দেয়। তবে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁরা এই ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সোমবারের ওই ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস চত্বরেই একটি প্রতিবাদসভার আয়োজন করে জেএনইউয়ের (Jawaharlal Nehru University) ছাত্র ছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। জেএনইউ চত্বর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও তুলেছে ছাত্রছাত্রীরা। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজধানীর আইনশৃঙ্খলা।