শিশুদের উপর যৌন নির্যাতন আড়ালের চেষ্টা উদ্বেগজনক

শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

Must read

প্রতিবেদন : শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন, নির্যাতিত শিশু এবং নির্যাতনকারী যদি একই পরিবারভুক্ত হন, সেক্ষেত্রেও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। এ বিষয়ে দায়িত্ব নিতে হবে সরকারকে। পারিবারিক সম্মান যে বৃহত্তর ঘটনার ঊর্ধ্বে নয়, সে বিষয়ে সরকারকেই প্রচার চালাতে হবে।

আরও পড়ুন-পরশপাথর

শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ আইন বা পকসো-র প্রয়োগ সংক্রান্ত এক আলোচনাসভায় শনিবার প্রধান বিচারপতি বলেন, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা গোপন করার একটা প্রবণতা রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অপরাধের ঘটনা জানার পরেও নীরব হয়ে থাকলে অপরাধীদের উৎসাহিত হবে। তাতে সমাজে অপরাধের প্রবণতা বাড়বে। শিশুর উপরে যৌন নির্যাতন হতে দেখেও তা আড়াল করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। যে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের এবং তাদের পরিবারের সুরক্ষার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

Latest article